এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন পরিষদ হলরুমে, মাদকদ্রব্য, কিশোর গ্যাং,ইভটিজিং, বাল্য বিবাহ,সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্নহত্যা প্রবণতা রোধকল্পে বিট পুলিশিং সভা বৃহস্পতিবার (২৯ই ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব বদরুল আলম চেয়ারম্যান নুনগোলা ইউনিয়ন পরিষদ বগুড়া সদর বগুড়া,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুরে আলম সিদ্দিকী অফিসার ইনচার্জ বগুড়া সদর বগুড়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবু কুমার সাহা,পুলিশ পরিদর্শক (তদন্ত) বগুড়া সদর বগুড়া, আব্দুল মোন্নাফ পুলিশ পরিদর্শক (অপারেশন),
বিট অফিসার এসআই মিজানুর রহমান, এসআই ডন কংকন বর্মন, ডাক্তার জাহেদুর রহমান সভাপতি নুনগোলা ইউনিয়ন আওয়ামিলীগ, ইউপি সদস্য বিলকিস বেগম, মোর্শেদা বেগম, হালিমা বেগম, হাফিজার রহমান, আব্দুল মজিদ, তাজুল ইসলাম, সোহেল রানা ঘটু,তাইজুল ইসলাম তাজু,আব্দুল লতিফ,আমজাদ হোসেন, মানিক হোসেন, রাব্বি হোসেন রাব্বি, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম সানোয়ার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।