এম,এ রাশেদ
বগুড়া সদর গোকুল ইউনিয়নের বাঘো পাড়াএলাকায় শনিবার (৮ই অক্টোবর) আন্তফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী বাঘোপাড়া এনবিবি ইট ভাট মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজসেবক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সাদুল্ল্যাপুর শাখার ম্যানেজার আবুল ফাত্তাহ সোহেলের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আখতার, গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদাউস আলম পিলু, সাধারণ সম্পাদক আইয়ুব খান, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু,
ইউপি সদস্য মোফাজ্জল হোসেন জাদু, সমাজ সেবক প্রকৌশলি শফিকুল ইসলাম শফি, বিশিষ্ট ব্যাবসায়ী ইসরাফিল হোসেন সহ আমন্ত্রীত অতিথিবৃন্দ। সার্বিক সহযোগিতায় বাঘোপাড়া ব্রীকস এর স্বাধিকারি আবু বক্কর সিদ্দিক ফিরোজ। খেলায় অংশ গ্রহণ করেন, রাকিব একাদশ বনাম আল আমিন একাদশ।
৪-০ গোলে আল আমিন একাদশ কে হারিয়ে রনি ফুটবল একাদশ বিজয় লাভ করেন। উক্ত খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন রনি ফুটবল একাদশের রনি। খেলা পরিচালনা করেন আমিনুল ইসলাম মিটু, তাকে সহযোগীতা করেন রঞ্জু হোসেন বালা এবং নাঈম হোসেন।খেলা শেষে বিজয়ীদের হাতে একটি খাসি পুরস্কৃত করেন।