এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
একটি চোর পরিবারে অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের চাঁন্দপাড়া গ্রামকে মাদক মুক্ত ও চিহ্নিত চোরকে গ্রাম থেকে উচ্ছেদের লক্ষে স্থানীয় যুবসমাজের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে এলাকা থেকে মাদক ও চোর উচ্ছেদের জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন সাবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালেহ নয়ন। সাবগ্রাম ইউনয়নের বর্তমান চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার বলেন অন্যত্র থেকে উঠে এসে এখানে বাড়ি করে একটি পরিবারের দু’জন লোক এলাকায় এমন কোন অপকর্ম নেই যে তারা করতেছে না।
চুরি-ছিনতাই থেকে শুরু করে সব ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। অনেক বার চুরি কালে হাতে-নাতে আটক করে পুলিশে দিলেও ২/১ দিনের মধ্যে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে আবারও এলাকায় চুরি করছে। এদেরকে কঠোর হস্থে দমন করতে হবে। সাবগ্রাম ইউনিয়নের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রাপ্ত এস আই ফিরোজ বলেন, আপনারা আইন নিজের হাতে তুলে নিবেন না।
আগামী ৩দিনের মধ্যে আমি নিজে এদের ব্যাবস্থা নিব। চুরি কালে এদের হাতে নাতে ধরে দেয়ার দাবি জানান তিনি। এসয় চোরের সহযোগিদের আইনের আওতায় আনার দাবী জানিয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাইদুর কবির সাজু, এ্যাডঃ মাহফুজার রহমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী। ভুক্তভোগী এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন রোমা বেগম, নুরুল ইসলাম, রাব্বি, রাসেদুল, এনামুল হক, আবু বক্কর, খলিলুর রহমান, মিলন, ফেরদৌস, সাজু, রেজাউল, নজরুল ইসলাম প্রমুখ। এসময় এলাকার শত-শত জনতা চিহ্নিত মাদক ব্যাবসায়ী হাবিব, মোমিন ও মোস্তা চোরকে এলাকা থেকে বের করে দিতে হবে বলে শ্লোগগান দেয়।
