এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার সাবগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়নের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর কবির সাজু, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, সদর থানা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মাহফুজার রহমান মাসুদ, সাবেক মেম্বার নজরুল ইসলাম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শিবলু, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, সদর থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক আতাউর রহমান মিঠু, ১নং ওয়ার্ড সভাপতি মাসুদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন, ইউনিয়ন বিএনপির সদস্য ওয়াজেদ আলী, বিএনপি নেতা আঃ মতিন মাষ্টার, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মিলন, বিএনপি নেতা জিয়া, মৎস্যজীবী দলের সভাপতি মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক বকুল মিয়া, মহিলা নেত্রী সোমা আক্তার, এবং যুবনেতা শিয়াম ও রাঙ্গা প্রমুখ।
লিফলেট বিতরণ শেষে আবু সালেহ নয়ন বলেন,
“একটি মহল গণভোটের নামে আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। কিন্তু দেশের জনগণ নির্বাচনের পক্ষে। গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পেতে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালানোর আহ্বান জানান।

