এম,এ রাশেদ
বগুড়া সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী হিন্দুপাড়া আদালতের বিরোধপূর্ণ জমি নিয়ে সংঘর্ষে বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
জানাগেছে দির্ঘদিন থেকেই শ্রী শান্টু রাজভর ও তাদের বংশের লোকজনের সাথে প্রতিবেশী নয়ন সহ তাদের বংশের লোকজনের বসতবাড়ির জায়গা জমি নিয়ে বিরোধের ঘটনা ঘটে আসছিল। একপর্যায়ে গত ২২ অক্টোবর আনুমানিক বিকাল ৩টায় শান্টু তার কবলা সম্পতিতে টিনের বারান্দা দেওয়ার প্রস্তুতি নিলে নয়ন এর নেতৃত্বে ১০-১২ জন শ্রী শান্টু রাজভর সহ তার বংশের পরিবারের উপর হামলা করে ও বাড়িঘরের আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ৫লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি করে। নিরুপায় হয়ে শান্টু জরুরী সেবা নাম্বারে ফোন করে ও আইনি সহায়তা চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
২৩ অক্টোবর দুপুর ১টায় সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রাজেশ চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা বগুড়ার যুগ্ম জেলা জজ ১ম আদালত কর্তৃক বিরোধপূর্ণ জমিতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আদেশ বহাল থাকায় উভয়পক্ষকে কোন স্থাপনা নির্মাণ না করার জন্য অবহিত করেন।