বগুড়া প্রতিনিধি:
বগুড়ার ৭টি আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া জেলা জামায়াতের এক জরুরি কর্মপরিষদ সভায় কেন্দ্রীয় জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান কেন্দ্রীয় জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী বগুড়ার ০৭টি আসনের প্রার্থিতা ঘোষণা করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বগুড়া জেলার ০৭টি সংসদীয় আসনের প্রার্থীদের সংক্ষিপ্ত পরিচিতি।
বগুড়া—১ (সারিয়াকান্দি—সোনাতলা)
বীর মুক্তিযোদ্ধা জনাব অধ্যক্ষ শাহাবুদ্দীন
নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী
বগুড়া—২ (শিবগঞ্জ)
জনাব মাওলানা শাহাদাতুজ্জামান
সাবেক সংসদ সদস্য
বগুড়া—৩ (আদমদীঘি—দুপচাঁচিয়া)
নূর মোহাম্মাদ আবু তাহের
চেয়ারম্যান, গুনাহার ইউনিয়ন পরিষদ
বগুড়া—৪ (কাহালু—নন্দীগ্রাম)
অধ্যক্ষ মাওলানা তায়েব আলী
সাবেক চেয়ারম্যান, কাহালু উপজেলা পরিষদ
বগুড়া—৫ (শেরপুর —ধুনট)
জনাব আলহাজ্ব দবিবুর রহমান
সাবেক চেয়ারম্যান, শেরপুর উপজেলা পরিষদ।
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা।
বগুড়া—৬ (বগুড়া সদর)
অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল
সাবেক ভাইস-চেয়ারম্যান, বগুড়া সদর উপজেলা পরিষদ এবং
আমির, বগুড়া শহর জামায়াত
বগুড়া—৭ (গাবতলী—শাহাজানপুর)
জনাব গোলাম রাব্বানী
সিনেট সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার ৭টি আসনের জন্য দলীয় নেতাকর্মীদের নির্বাচন প্রস্তুতি নিতে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বলে জামায়াতে ইসলামীর নির্ভর যোগ্য সুত্রে জানা গেছে।

