বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন এলাকায় সংঘটিত এক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় সক্রিয় থাকা চক্রের ৩ জন সদস্যকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।
মামলার বাদী মো. মিজানুর রহমান (৩৩), সাং-সাবরুল বাগিনা পাড়া, থানাঃ শাজাহানপুর, ১২ এপ্রিল ২০২৫ তারিখে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ, ১১ এপ্রিল সকাল ১০:২০ টায় রানিরহাট বাজার এলাকায় NICE Tailors দোকানের সামনে পৌঁছামাত্রই মোটরসাইকেলে আসা অভিযুক্তরা অস্ত্রের মুখে ভিকটিমকে অপহরণ করে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধর ও জখম করে। অভিযুক্তরা তার মোটরসাইকেল, টাকা-পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয় এবং তার পরিবারের কাছে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
ভিকটিমের পরিবার বিকাশের মাধ্যমে আংশিক অর্থ প্রদান করে, এমনকি তার ব্যক্তিগত বিকাশ একাউন্ট থেকেও টাকা তুলে নেয়া হয়। বাদীকে জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতেও বাধ্য করা হয়।
মামলাটি শাজাহানপুর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম তদন্ত করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন:
মোঃ কামরান মন্ডল শামীম (৩৮), সাং-ফুলতলা, থানা-শাজাহানপুর,
, রাকিব মন্ডল (৩২), সাং-শহরদিঘী, থানা-বগুড়া সদর
, মোঃ সাকিব (২২), সাং-ডোমনপুকুর নতুন পাড়া, থানা-শাজাহানপুর
তাদের মধ্যে কামরান ও রাকিবকে ১৩ জুন এবং সাকিবকে ১৭ জুন গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত সাকিবের বিরুদ্ধে এর আগেও শাজাহানপুর থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে ১টি রয়েছে অস্ত্র আইনে মামলা।
অন্যদিকে কামরান মন্ডল শামীম একটি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে উল্লেখ রয়েছেন।
পুলিশ জানিয়েছে, মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে এবং এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা অন্যান্য আসামীদের গ্রেপ্তার ও লুটকৃত মালামাল উদ্ধারের কার্যক্রম অব্যাহত আছে।
