https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 25 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় আওয়ামী লীগের সাবেক এমপি মজনু-রিপুসহ ৪৮৪ জনের বিরুদ্ধে মামলা

admin
February 25, 2025 12:48 am
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় বিএনপি নেতা মো. মাহাবুবুর রহমান নামের এক ব্যক্তিকে গুলি করে আহত করার অভিযোগে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান (মজনু) ও সম্পাদক রাগেবুল আহসান রিপুসহ ১৮৪ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলা অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ৩০০ জনকে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বগুড়ার শাজাহানপুর আমলী আদালতে এই মামলা করা হয়। আদালত মামলার আবেদন গ্রহণ করে এফআইআর হিসেবে গ্রহণের জন্য শাহাজানপুর থানার ওসিকে নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মামলার আসামীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, জেলা আওয়ামী লীগ নেতা টি জামান নিকেতা, রফি নেওয়াজ খান রবিন, একেএম আসাদুর রহমান দুলু, ওবায়দুল হাসান ববি, মাসুদুর রহমান মিলন, সুলতান মাহমুদ খান রনি, শুভাশীষ পোদ্দার লিটন, জেলা আওয়ামী লীগ ছাড়াও, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের আসামি করা হয়।

বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মামলার বাদি মাহাবুবুর রহমান জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ড্যামি নির্বাচনের বিরুদ্ধে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শাকপালা এলাকায় ২০২৩ সালের ৫ নভেম্বর কর্মসূচি পালন করছিলেন। এ সময় জেলা আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর নির্দেশে ঘটনাস্থলে ককটেল, পেট্রোল বোমা, গান পাউডার, আগ্নেয়াস্ত্র, পিস্তল, রামদাসহ আমাদের শাস্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেন। এক সময় জেলা আওয়ামী লীগের নেতা রফি নেওয়াজ খান রবিন, মাসুদুর রহমান মিলন ও শুভাশীষ পোদ্দার লিটনের হাতে থাকা পিস্তলের গুলি আমার পায়ে লাগে। এতে আমি গুরুতর আহত হই।

পরে আমি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল ভর্তি হয়ে চিকিৎসা নিই। গুলির কারণে আমার বাম পা চিরতরে পুঙ্গু হয়ে যায়। গত ৫ আগস্টের আগে ফ্যাসিস্ট দলীয় পুলিশ থাকায় আইনগত পদক্ষেপ নিতে দেরি হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।