https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 28 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কৃষি বার্তা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. খোলা কলাম
  12. গনমাধ্যাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ইজারা ছাড়াই চলছে বালু উত্তোলনের মহোৎসব

admin
December 28, 2022 10:35 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে। অভিযোগ পাওয়া গেছে সরকারিভাবে ইজারা নেয়া বালু মহালের স্থান দূরে হওয়ায় ইজারা ছাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করছে ব্যবসায়িরা। সরকারিভাবে সারিয়াকান্দি ও ধুনট উপজেলার ইজারা দেয়া বালু মহালগুলো হলো,

সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের নারাপালা ও একই উপজেলার গোহাইল ইউনিয়নের কালিয়ান বালুমহাল। এছাড়াও ধুনট উপজেলার ভান্ডারবাড়ি বালু মহাল রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, সরকারিভাবে ইজার দেয়া বালু মহালগুলো দূরে হওয়ায় ইজারাদারেরা অন্য জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি, চরকুমারপাড়া, দেবডাঙা, কুতুবপুর ইউনিয়ন, ধুলিকান্দি, চন্দনবাইশা ইউনিয়ন, রহদহ, আদাবাড়িয়া, চর চন্দনবাইশা,

দেলুয়াবাড়ি, গজারিয়া বালুর পয়েন্ট থেকে বালু উত্তোলন করছেন বগুড়া জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রাশেদুজ্জামান রাসেল। তিনি উপজেলার গোহাইল ইউনিয়নের কালিয়ান বালু মহাল ইজারা নিয়েছেন।

অপরদিকে সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের নারাপালা বালু মহাল ইজারা নেন সারিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব আলী তরফদার এবং স্থানীয় আ’লীগ নেতা আব্দুস সালাম। অথচ তারা বালু উত্তোলন করছে উপজেলার বাঙালী নদী, জোড়াগাছা, সাইহাটা, চরদমকান্দি, মাছিরপাড়া, হিন্দুকান্দি, চর গোসাইবাড়ি, কুপতলা, নারছি ইউনিয়নের চর হরিনা, চর গোদাগাড়ি ও গনক পাড়া বালু মহাল থেকে।

ইজারা নেয়া বালু মহাল ছাড়া অন্য বালু মহাল থেকে বালু উত্তোলনের প্রশ্নের জবাবে, বগুড়া জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রাশেদুজ্জামান রাসেল বলেন, ‘এ বিষয়ে আমার কোনও বক্তব্য নেই।’

সারিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সভাপতি আইয়ুব আলী তরফদার প্রতিবেদককে জানান, ‘আমি ইজারা নেয়া জায়গা থেকেই বালু তুলছি, কামালপুরের চেয়ারম্যান ভিন্ন জায়গা থেকে বালু তুলছে। আর এসব আমার আত্মীয়ের জায়গা। আর আত্মীয়ের জায়গা থেকে বালু তুলবো কার অনুমতি লাগবে?’

এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে এমন অভিযোগ পাওয়া গেছে। তবে শীঘ্রই সরেজমিনে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।