এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বগুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে খেলার মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ড্যাব বগুড়ার সাবেক সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কে. এম. খায়রুল বাশার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এ,কে,এম তৌহিদুল আলম মামুন, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন প্রমুখ।
অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাদ জোহর বিশেষ দোয়া মাহফিল, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং নানা সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।

