স্টাফ রিপোর্টার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়ায় কারাবন্দি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের খোঁজ খবর নিলেন বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ।
শনিবার (১৩ই জুলাই) সকাল ১০টায় বগুড়া সদরের গোকুল ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আহবায়ক কারাবন্দি বিজয় মন্ডল, সদস্য সচিব সাওন সরকার ও সদর উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য রাইসুল ইসলাম রাসুর পরিবারের খোঁজ খবর নিতে গেলে বৃষ্টি উপেক্ষা করে বিএনপি পাগল শত-শত নারী-পুরুষ জড়ো হয় বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দর সাথে সাক্ষাৎ করার জন্য। এসময় কারাবন্দি পরিবারের সদস্যদের সান্তনা দিয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, এভাবে বেশি দিন আর চলবে না, জোর করে ডামি নির্বাচন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না। খুব অচিরেই এই অন্ধকার-কালো-বর্বর শাসনের অবসান হবে। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। মানুষ আবার স্বাধীন ও মুক্তভাবে তাদের মত প্রকাশের সুযোগ পাবে।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আজগর তালুতদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেল, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলাদলের সাধারন সম্পাদক নাজমা আকতার, বগুড়া জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভো, গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু, সাধারন সম্পাদক আইয়ুব খাঁন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহামন মিজান, সদস্য সচিব শিপন, সদর উপজেলা মহিলাদলের সভাপতি হাজেরা বেগমসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নতেৃবৃন্দ অবিলম্বে কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানান।
