স্টাফ রিপোর্টার
বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ হাবিবা মন্ডল সোমবার (৩ই অক্টোবর) দুপুরের দিকে এক চাঞ্চল্যকর রায়ে খালাকে হত্যার দায়ে আসামী মোঃ বুলুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেছেন। সাজাপ্রাপ্ত আসামি বুলু বগুড়া আদমদিঘী উপজেলার তালশন পশ্চিম পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ২০১৩ সালের ৩ মে বেলা সাড়ে ১২টার দিকে আসামি বুলু জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার মায়ের ঘরের মধ্যে তার খালা জোসনা বেগমকে ধারালো বটি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে জোসনা বেগম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে আদমদিঘী হাসপাতলে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত জোসনা বেগমের স্বামী একই গ্রামের আব্দুল মান্নান বাদি হয়ে আদমদিঘী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় এই রায় ঘোষণা করা হয়। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে এপিপি এড. নাসিমুল করিম হলি ও আসামি পক্ষে এড. আব্দুর রশিদ-১।