এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সাতমাথা থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে সামনে তারা সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, অযোগ্য, বহিরাগত ও ব্যবসায়ীদের কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বাংলাদেশ ছাত্রলীগ, বগুড়া সদর উপজেলা শাখার সভাপতি ওবাইদুল্লাহ সরকার স্বপন এর সভাপতিত্বে ও শহর ছাত্রলীগের সভাপতি সুজিত কুমার দাসের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সরকারি শাহ সুলতান কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাব্বী স্বাধীন, গাবতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লব। ছাত্রলীগ নেতা সিদ্ধার্থ কুমার দাস, নূর মোহাম্মদ সাগর, রাকিব হাসান, মিনহাজুল ইসলাম সজল, আহসান হাবিব শুভ, মিল্লাত হোসেন, মাহমুদুল বারী রিয়্যাল, সাদিকুল ইসলাম শুভ প্রমুখ।।