https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 24 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কৃষি বার্তা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. খোলা কলাম
  12. গনমাধ্যাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় জয় জুয়েলার্সে চুরি

admin
September 24, 2024 1:51 am
Link Copied!

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া দুপচাঁচিয়া জয় জুয়েলার্সের ঘরের ভিতরে টিনের ছাদ কেটে চুরি সংঘটিত হয়। ঘটনাটি ঘটে ২২সেপ্টেম্বর রবিবার সকালে জয় জুয়েলার্সের মালিক দিপেন দত্ত প্রতিদিনের মত দোকান দুপুর ১.৩০ মিনিটে পর্যন্ত নিয়মিত ভাবে খোলা থাকে,তার দোকানে গ্রামীন সহ বিভিন্ন কোঃ ফ্লেক্সিলোর্ডের ব্যবসা এবং জুয়েলারী কিছু স্বর্ণের তৈরি জিনিসপত্র বেচাকেনা হয়।এরপর দুপুর ২ টায় বাড়িতে খাবার জন্য দোকান বন্ধ করে চলে যায়।

পরে বিকেল ৪ টায় দোকানের তালা খুলে দেখে দোকানের ভিতরে শোকেজের ড্রয়ার তালা ভেঙ্গে কিছু স্বর্নের বল সহ গ্রামীণ কার্ড,ফ্লেক্সিলডের কিছু টাকা সহ দুই টা মোবাইল সেট একটা টাচফোন ও একটি বটমফোন নিয়ে গেছে। ঘটনা সূত্রে আরো তথ্য পাওয়া যায় গত বছর এ সময়ে একইভাবে এই ধরনের চুরির ঘটনা ঘটে। বিগত অফিসার ইনচার্জ তদন্ত করে জুয়েলার্স সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক কে অত্র ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানঘর ভালোভাবে মেরামত করে বাবসা করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তুু এর কোন বাস্তবায়ন না হওয়ায় একই ভাবে চুরি সংঘটিত হয়।

এব্যাপারে থানার অফিসার ইনচার্জ(ওসি)ফরিদুল ইসলাম জানান,সরজমিনে তদন্তে দেখা যায়৷ পুরাতন আমলের ইট সুরকি দিয়ে তৈরি করা ঘরে জুয়েলার্সের ব্যবসা করছে।এইভাবে জুয়েলার্সের ব্যবসা না করার পরামর্শ দেন।কারণ ব্যবসা প্রতিষ্ঠান শহরের মধ্যে করতে হলে অবশই মজবুত ঘরের দরকার।পরবর্তী আইনি ব্যবস্হা গ্রহণ করা হবে বলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।