স্টাফ রিপোর্টার:
বগুড়া জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন/২০২৫ এর চূড়ান্তভাবে উত্তীর্ণ ৪৭ জন পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেতে যাচ্ছেন;
১০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.
“সেবার ব্রতে চাকরি”
বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন/২০২৫ এর বগুড়া জেলার টিআরসি নিয়োগের ফলাফল প্রকাশ ও চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের বরণ অনুষ্ঠিত হয়।
জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া ও সভাপতি, নিয়োগ বোর্ড পর্যায়ক্রমে শারীরিক, লিখিত, মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল ঘোষনা করেন।
পুলিশ সুপার মহোদয়, চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান। নিজ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির জন্য মনোনীত হওয়ায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরিক্ষায় উত্তীর্ণ অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
উত্তীর্ণ প্রার্থীদের অনেকেই তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রমের জন্য পুলিশ সুপার মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় নিয়োগ বোর্ডের সদস্যগণ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিয়োগ কার্যক্রমে দায়িত্বরত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

