https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 24 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় প্রতারনামূলকভাবে আত্মসাৎকৃত এক ট্রাক ভর্তি ৫৭৭ বস্তা চাউল উদ্ধার : ৩ জন গ্রেফতার

admin
August 24, 2025 12:02 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:

গত শুক্রবার (২২ আগস্ট) দিনাজপুর জেলার জনৈক দেলোয়ার হোসেন (৩০), সদর থানায় লিখিত এজাহার দায়ের করেন যে, ট্রান্সপোর্টের ব্যবসা করেন। ট্রান্সপোর্টের মাধ্যমে বিভিন্ন পন্য সামগ্রি দেশের এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেন। তারই ধারাবাহিকতায় গত ১৯ আগস্ট দিনাজপুর জেলার হিলি এলাকা থেকে ৫৭৭ বস্তা চাউল, একটি ট্রাকযোগে ঢাকা জেলার আশুলিয়া থানার কাটগড়া এলাকায় রুবেল এন্টারপ্রাইজের নিকট চালান মোতাবেক পৌঁছিয়ে দেওয়ার নিমিত্তে বিবাদী মোঃ রশিদ (৫২), (ট্রাক ড্রাইভার), পিতা মোঃ হারেজ ড্রাইভার, সাং দাসগ্রাম সোনার পাড়া, থানা-নন্দীগ্রাম বগুড়া। মোঃ সোহেল (২৫), (ট্রাক হেলপার), অজ্ঞাত, অজ্ঞাতদ্বয়ের সাথে ১৭,৫০০/- টাকা ভাড়ায় চুক্তি করেন। চুক্তি অনুযায়ী উল্লেখিত বিবাদীগণ গত ২০ আগস্ট রাত অনুমানিক ৯ টায় উক্ত চাউল নিয়ে রওয়ানা করে। কিন্তুু বিবাদীগন যথা সময়ে উক্ত চাউল উল্লেখিত স্থানে পৌঁছিয়ে না দিয়ে আত্মসাৎ করে বগুড়া সদর থানা এলাকায় অজ্ঞাত স্থানে আত্মগোপন করেছে জানতে পারেন। এই সংক্রান্তে বাদীর লিখিত এজাহারের প্রেক্ষিতে বগুড়া সদর থানায় মামলা নং-৮১, তারিখ-২২/০৮/২০২৫ খ্রি. ধারা-৪০৭/৪২০ পেনাল কোড ১৮৬০ রুজু হয়।

উক্ত মামলাটি জেলা গোয়েন্দা শাখা, বগুড়া তদন্ত শুরু করে। মামলাটি তদন্তকালে গত ২২ আগস্ট রাতে ডিবি একটি টিম তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার এরুলিয়া সিল্কিবান্দা, আজাদ বাবুল ওয়ার্কসপের সামনে থেকে প্রতারণামূলক ভাবে চাউল আত্মসাৎকারী চক্রের মূল হোতা আসামী মোঃ আব্দুর রশিদ (৫২), (ট্রাক ড্রাইভার), পিতা মোঃ হারেজ ড্রাইভার, সাং দাসগ্রাম সোনারপাড়া, মোঃ সোহেল রানা (৩১), (ট্রাক হেলাপার), পিতা মোঃ শাহজাহান আলী, সাং কৈগাড়ী, উভয় থানা-নন্দীগ্রাম। মোঃ রঞ্জু (৩১), পিতা হবিবর কসাই, সাং দড়িমুকুন্দ, থানা-শেরপুর, সর্ব বগুড়া’দেরকে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত থেকে ১টি ট্রাকসহ প্রতারনামূলকভাবে আত্মসাৎকৃত ৫৭৭ বস্তা চাউল, যার বাজার মূল্য অনুমানিক (দশ লক্ষ সাতান্ন হাজার পাঁচশত) টাকা উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ জানায় যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মালামাল পরিবহনের চুক্তি নিয়ে তা আত্মসাৎ করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামী মোঃ রঞ্জুর বিরুদ্ধে ইতিপূর্বে ৬টি, ধৃত আসামী মোঃ আব্দুর রশিদের বিরুদ্ধে ইতিপূর্বে ১টি ও ধৃত আসামী মোঃ সোহেল রানার বিরুদ্ধে ইতিপূর্বে ১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারধীন রয়েছে আসামীদেরকে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।