এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনের মামলার রায়ে অভিযুক্ত দিনাজপুর জেলার নবাবগঞ্জের ফেন্সিডিল ব্যবসায়ী শরিফুল ইসলাম (৪৮) কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। সে নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট সরাইপাড়ার মৃত সাইফুল ইসলামের ছেলে। সে জামিনে যাবার পর হতে পলাতক আছে এবং গ্রেফতারের পর হতে তার সাজা কর্যকর হবে মর্মে রায়ে উল্লেখ করা হয়েছে। বগুড়ার ১ ম অতিরিক্ত দায়রা জজ হাবিবা মন্ডল গত কাল সোমবার এই মামলার রায় দেন।
উল্লেখ্য, গত ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর বেলা ২ টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপলোর মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন এস আই মোঃ ছানোয়ার হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে শিবগঞ্জ উপজেলার বগুড়া রংপুর মহাসড়কের রহবল হাইওয়ে পুলিশ বক্সেও সামনে ডিউটি করাকালে সেতাবগঞ্জ হতে ঢাকাগামী হানিফ পরিবহন (রেজি নং- ঢাকা মেট্রো ব- ১৪-১৯২৯) নামের যাত্রীবাহী বাস থামায়। এর পরে ওই বাস চেকিং করাকালে বাসে যাত্রী বেশে থাক ফেন্সিডিল ব্যবসায়ী অভিযুক্ত আসামি শরিফুল ইসলামকে গ্রেফতার কওে তার দেহ তল্লাসি করে কোমরে পফিথিনের মধ্যে বিশেষ কায়দায় রাখা মাদকদ্রব্য ৩ কেজি লিকুইড ফেন্সিডিল উদ্ধার সহ জব্দ করেন।
গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল সহ শিবগঞ্জ থানায় সোপার্দ করে এস আই মোঃ ছানোয়ার হোসেন বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে এস আই আব্দুল হাকিম ওই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে এপিপি এড. নাছিমুল করিম হলি।