https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 21 May 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কৃষি বার্তা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. খোলা কলাম
  12. গনমাধ্যাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ফেন্সিডিল ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড ও জরিমানা

admin
May 21, 2024 11:56 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনের মামলার রায়ে অভিযুক্ত দিনাজপুর জেলার নবাবগঞ্জের ফেন্সিডিল ব্যবসায়ী শরিফুল ইসলাম (৪৮) কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। সে নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট সরাইপাড়ার মৃত সাইফুল ইসলামের ছেলে। সে জামিনে যাবার পর হতে পলাতক আছে এবং গ্রেফতারের পর হতে তার সাজা কর্যকর হবে মর্মে রায়ে উল্লেখ করা হয়েছে। বগুড়ার ১ ম অতিরিক্ত দায়রা জজ হাবিবা মন্ডল গত কাল সোমবার এই মামলার রায় দেন।

উল্লেখ্য, গত ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর বেলা ২ টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপলোর মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন এস আই মোঃ ছানোয়ার হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে শিবগঞ্জ উপজেলার বগুড়া রংপুর মহাসড়কের রহবল হাইওয়ে পুলিশ বক্সেও সামনে ডিউটি করাকালে সেতাবগঞ্জ হতে ঢাকাগামী হানিফ পরিবহন (রেজি নং- ঢাকা মেট্রো ব- ১৪-১৯২৯) নামের যাত্রীবাহী বাস থামায়। এর পরে ওই বাস চেকিং করাকালে বাসে যাত্রী বেশে থাক ফেন্সিডিল ব্যবসায়ী অভিযুক্ত আসামি শরিফুল ইসলামকে গ্রেফতার কওে তার দেহ তল্লাসি করে কোমরে পফিথিনের মধ্যে বিশেষ কায়দায় রাখা মাদকদ্রব্য ৩ কেজি লিকুইড ফেন্সিডিল উদ্ধার সহ জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য ফেন্সিডিল সহ শিবগঞ্জ থানায় সোপার্দ করে এস আই মোঃ ছানোয়ার হোসেন বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে এস আই আব্দুল হাকিম ওই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে এপিপি এড. নাছিমুল করিম হলি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।