এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় জয়পুরপাড়া বগুড়ায় বিজ্ঞান ও গণিত মেলার উদ্বোধনী অনুষ্ঠান ব্র্যাক শিক্ষা কর্মসূচির এলাকা ব্যবস্থাপক বেলাল হোসেনের সভাপতিত্বে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় জয়পুরপাড়া বগুড়ায় ব্র্যাক শিক্ষা কর্মসূচি( সোস্যাল এন্টারপ্রাইজ) এর আয়োজনে বিজ্ঞান ও গণিত মেলা ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বগুড়া পৌরসভা ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন রাজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্র্যাক শিক্ষা কর্মসূচি রংপুর অঞ্চল এর আঞ্চলিক ব্যবস্থাপক সুরেশ চন্দ্র রায়।সহকারী শিক্ষক সেলিনা পারভীনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন কোয়ালিটি ফ্যাসিলিটেটর রাজন দাস। এ সময় উপস্থিত ছিলেন পিও জবেদ আলীসহ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, অভিভাবক এবং অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় ১২টি স্টল স্থাপন করা হয় এবং শিক্ষার্থীদের তৈরী গণিত ও বিজ্ঞানের বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়েছে। স্টল পরিদর্শণ শেষে শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সেরা স্টল ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
