এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ব্যাংক হিসাব থেকে ২৭ লক্ষাধিক টাকা আত্মসাতের ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা থানার জঙ্গলপাক্ষা এলাকা থেকে মূল অভিযুক্ত মোঃ রাজু মুন্সি (২৩) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গত শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন জঙ্গলপাক্ষা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি সিম কার্ড এবং নগদ ২০,০০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত রাজু মুন্সি, পিতা মোঃ জলিল মুন্সি, জঙ্গলপাক্ষা গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী রফিকুল ইসলাম (৬৭) অভিযোগ করে জানান, ২৭ জুলাই ২০২৫ ইং তারিখ বিকাল সাড়ে ৪টায় অজ্ঞাতনামা এক ব্যক্তি তার জামাই মোঃ আব্দুল হকের মোবাইল নম্বরে ফোন করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রতিনিধি পরিচয়ে তার নাতির মেধাবৃত্তির টাকা প্রদানের কথা বলে একটি ব্যাংক হিসাব নম্বর ও মোবাইল নম্বর চায়।
বিশ্বাস করে রফিকুল ইসলামের জামাই তার শ্বশুরের প্রাইম ব্যাংক পিএলসি, বড়গোলা শাখার হিসাব নম্বর- 2129114003181 এবং মোবাইল নম্বর- 01716-371511 প্রদান করেন। কিছুক্ষণ পর প্রতারক একটি পিন নম্বর পাঠায় এবং জামাই সেই নম্বরটি তাকে দিয়ে দেন।
এরপরই প্রতারক চক্র বিভিন্ন লেনদেনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রনাধীন সেবা ইনটেক এর মার্চেন্ট একাউন্ট ব্যবহার করে ভুক্তভোগীর ব্যাংক হিসাব থেকে মোট ২৭,৪৩,৯৯৫ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে।
এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে – মামলা নং ৪৩, তারিখ ১১/১০/২০২৫, ধারা ৪০৬/৪২০ অনুযায়ী।
ডিবি পুলিশ জানায়, এই চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

