https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 12 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ব্যাংক জালিয়াতি: ২৭ লক্ষাধিক টাকা আত্মসাত, মূল হোতা রাজু মুন্সি গ্রেপ্তার 

admin
October 12, 2025 4:41 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ব্যাংক হিসাব থেকে ২৭ লক্ষাধিক টাকা আত্মসাতের ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা থানার জঙ্গলপাক্ষা এলাকা থেকে মূল অভিযুক্ত মোঃ রাজু মুন্সি (২৩) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

‎গত শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন জঙ্গলপাক্ষা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি সিম কার্ড এবং নগদ ২০,০০০ টাকা জব্দ করা হয়।

‎গ্রেফতারকৃত রাজু মুন্সি, পিতা মোঃ জলিল মুন্সি, জঙ্গলপাক্ষা গ্রামের বাসিন্দা।

‎ভুক্তভোগী রফিকুল ইসলাম (৬৭) অভিযোগ করে জানান, ২৭ জুলাই ২০২৫ ইং তারিখ বিকাল সাড়ে ৪টায় অজ্ঞাতনামা এক ব্যক্তি তার জামাই মোঃ আব্দুল হকের মোবাইল নম্বরে ফোন করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রতিনিধি পরিচয়ে তার নাতির মেধাবৃত্তির টাকা প্রদানের কথা বলে একটি ব্যাংক হিসাব নম্বর ও মোবাইল নম্বর চায়।

‎বিশ্বাস করে রফিকুল ইসলামের জামাই তার শ্বশুরের প্রাইম ব্যাংক পিএলসি, বড়গোলা শাখার হিসাব নম্বর- 2129114003181 এবং মোবাইল নম্বর- 01716-371511 প্রদান করেন। কিছুক্ষণ পর প্রতারক একটি পিন নম্বর পাঠায় এবং জামাই সেই নম্বরটি তাকে দিয়ে দেন।

‎এরপরই প্রতারক চক্র বিভিন্ন লেনদেনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রনাধীন সেবা ইনটেক এর মার্চেন্ট একাউন্ট ব্যবহার করে ভুক্তভোগীর ব্যাংক হিসাব থেকে মোট ২৭,৪৩,৯৯৫ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে।

‎এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে – মামলা নং ৪৩, তারিখ ১১/১০/২০২৫, ধারা ৪০৬/৪২০ অনুযায়ী।

‎ডিবি পুলিশ জানায়, এই চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।