এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার সদর উপজেলার সাবগ্রামে ঘুম থেকে ডেকে এনে রাসেল (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাসেল বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর গ্রামের বাসিন্দা এবং আবু বক্করের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা রাসেলকে ঘুম থেকে ডেকে তোলে এবং নিজ বাড়ির সামনেই তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

