স্টাফ রিপোর্টার:
বগুড়া শহর ১৯নং ওয়ার্ডের শাখারিয়া কামারপাড়া মরহুম আঃ হাই পীর কেবলার স্মরনে ৮৫তম অধিবেশনে ইছালে ছাওয়াব ও হালকায়ে জিকির মাহফিল হযরত মাওঃ ওসমান গনি পীর সাহেবের সভাপতিত্বে এবং মোঃ মাসুদ রানার সহ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে বরেণ্য অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির নেতা মোঃআব্দুল করিম মিস্টার।
সোমবার রাতে উক্ত ইছালে ছাওয়াবে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির সহ সভাপতি মোঃ রেজাউল হক।
কোরআন ও হাদিস থেকে তাফসির পেশ করেন মোহনা টিভি ও বিজয় টিভির ধর্মীয় আলোচক মাওলানা মোঃ আঃ হালিমমাওঃ মোঃ সাদ্দাম হোসেন বিপ্লবী গাইবান্ধা , মাওঃ মোঃ জাহাঙ্গীর আলম জিহাদী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিবেলা জামে মসজিদের সাধারন সম্পাদক রুহুল আমিন বাকি, শহর বিএনপির সহ ধর্মীয় সম্পাদক আঃ গোফফার, সদস্য শফিকুল ইসলাম মাসুদ, আনোয়ারসহ অত্র এলাকার মুসল্লী ও মাহফিল কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

