https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 29 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কৃষি বার্তা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. খোলা কলাম
  12. গনমাধ্যাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় শিবির নেতা রুহানি হত্যা মামলায় সাবেক এমপি রিপুর দেহরক্ষী নিঝুম গ্রেপ্তার

admin
October 29, 2024 10:23 am
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বগুড়া সদর আসনে সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর দেহরক্ষী হিসেবে পরিচিত যুবলীগ কর্মী নিঝুম আনসারী নাহিদকে (৩৮) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়রা। পুলিশ হেফাজতে নেওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
নিঝুম বগুড়া শহরের শিববাটি শাহী মসজিদ লেনের মামুনুর রশিদের ছেলে। তিনি বগুড়া সদর আসনের সাবেক এমপি রাগেবুল আহসান রিপুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। দেহরক্ষীর মতো সব সময় রিপুর সঙ্গে থাকতেন। তার নামে ২০১৩ সালে ছাত্রশিবির নেতা আবু রুহানী হত্যা মামলাসহ ৫টি মামলা রয়েছে।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোস্তাফিজ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিঝুম রিকশাযোগে শহরের শেরপুর রোড দিয়ে ঠনঠনিয়ার দিকে যাচ্ছিলেন। মফিজ পাগলার মোড়ে মোটরসাইকেলে আসা কিছু যুবক তাঁকে আটক করে মারধর শুরু করে। পরে জামায়াতে ইসলামীর এক নেতা ডিবি পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোস্তাফিজ হাসান বলেন, নিঝুমকে মফিজ পাগলার মোড় এলাকা থেকে হেফাজতে নেওয়া হয়। তাকে শিবির নেতা আবু রুহানী হত্যাসহ ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় ছাত্র শিবির নেতা আবু রুহানীকে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করা হয়। সেই ঘটনায় গত ৫ আগস্টের পর নতুন করে বগুড়া সদর থানায় মামলা করা হয়। সেই মামলায় নিঝুম এজাহারভুক্ত আসামি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।