https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 29 September 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কৃষি বার্তা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. খোলা কলাম
  12. গনমাধ্যাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় শৈলালপাড়া দোকান-মালিক সমিতির উদ্বোধন

admin
September 29, 2024 12:56 am
Link Copied!

এম, এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় শৈলালপাড়া দোকান-মালিক সমিতির উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার রাতে শহরের চারমাথা মেহেরা পাম্পের পূর্ব পার্শ্বে শৈলালপাড়া এলাকায় এর উদ্বোধন করা হয়। সমিতির সভাপতি মো. ফারুক আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একতাবদ্ধতা একটি বড় শক্তি। এই শক্তি সকল অন্যায় কাজ প্রতিহত করতে ভূমিকা রাখে। এরই ধারাবাহিকতায় শৈলালপাড়া দোকান-মালিক সমিতি সকল অন্যায় রুখে দিবে।

এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদকসহ সকল অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে লড়াই করবে এই সমিতি। আমি আপনাদের পাশে আছি এবং থাকবো। তিনি আরো বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীন দেশে আর কোন স্বৈরাচার সরকারের সৃষ্টি হতে দেয়া যাবে না। বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করছে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিসহ সকল সহযোগী সংগঠন সব সময় মাঠে লড়াই সংগ্রাম করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বন্ধন সেবা সংস্থার সিনিয়র সহ-সভাপতি খন্দকার মাহমুদুর রহমান শিমু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মুক্তা। এসময় উপস্থিত ছিলেন শৈলালপাড়া দোকান-মালিক সমিতির উপদেষ্টা আব্দুর রশিদ, বাদশা মিয়া, আলম মিয়া, জিয়াউর রহমান, আবু বক্কর মিলন, আহম্মেদ আলী, মাসুদ, শরিফুল ইসলাম, হাফিজার, আবু তালেব, আইন উপদেষ্টা হোসনে আরা হাসু, জাকেরুল ইসলাম জিকু প্রমুখ। অনুষ্ঠানে মো. ফারুক আহমেদ কে সভাপতি ও মো. মিনহাজুল আবেদীন কে সাধারণ সম্পাদক করে শৈলালপাড়া দোকান-মালিক সমিতির কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি গোলাম রব্বানী, শ্রী অতুল চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, রাশেদ খান মিলন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, আমজাদ হোসেন, প্রচার সম্পাদক আবু সাঈদ, অর্থ সম্পাদক আব্দুল বারী, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ইনদাদুল হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আপলে মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক করিম মিয়া।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।