বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ায় শাজাহান হত্যা মামলায় বগুড়া সদরের শেখেরকোলা ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রশিদ মৃধাসহ ১১ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। রায়ে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছ’মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়।
যাবজ্জীবনপ্রাপ্ত অন্যান্য আসামিরা হলো বিপ্লব মিয়া, রাসেল, জুয়েল প্রাং, সবুজ আকন্দ, উজ্জ্বল আকন্দ, আব্দুল হান্নান, পিলু খন্দকার, মোকলেছার রহমান মুকুল ও আব্দুল হামিদ। আজ সোমবার দুপুরের দিকে বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ হাবিবা মন্ডল এই রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে শেখেরকোলা ইউপি’র বর্তমান চেয়ারম্যান রশিদুল ইসলাম রশিদ মৃধাসহ অন্যান্যরা প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে ওই ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামের শাজাহান আলীকে মারপিট করে গুরুতর জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় শাজাহান আলী ১৩ ফেব্রুয়ারি মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান।