এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে ৮ বোতল কথিত অবৈধ মাদকদ্রব্য ESkuf সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ঠেংগামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে কয়েকজন ব্যক্তি মাদকসহ অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১২ অধিনায়কের দিকনির্দেশনায় মঙ্গলবার বিকেলে সিপিএসসি বগুড়ার একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ রঞ্জু মিয়া (৪৪), পিতা মোঃ আজাহার আলী, সাং ভাবনচুর, ইউপি ১নং গোলমুন্ডা, থানা জলঢাকা, জেলা নীলফামারীকে ৮ বোতল ESkuf সিরাপসহ হাতেনাতে গ্রেফতার করা হয়
এ সময় তার কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।

