এম,এ রাশেদ, স্টার রিপোর্টার
বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে বুধবার (১২ই অক্টোবর) উপজেলার সকল জনপ্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মজনু প্রধান অতিথির বক্তব্যে বলেছেন যে,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আবারও বিজয়ী করে আরো উন্নয়ন নেয়ার আহ্বান জানান।
এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলুর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ডাঃ মকবুল হোসেন, বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।
এছাড়াও আরও বক্তব্য রাখেন গাবতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ। দক্ষিণপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ রফিকুল ইসলাম,নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,কাগইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা,দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদুল কবীর টনি,সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান আলতাফ,নেপালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবু,বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী ফকিরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বারগনআব্দুল গফুর মন্ডল,গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ আই ফয়সাল খান জনি ও যুগ্ম-সম্পাদক জিয়াউর রহমান জুয়েলের পরিচালনায়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল,যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো,সদস্য শহিদুল ইসলাম দুলু,আলমগীর রহমান,আলহাজ্ব ইমরান হোসেন রিপন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা,রেকসেনা আকতার,বীর মুক্তিযোদ্ধা আমিরুল মোমিন মুক্তা,আব্দুল মুত্তালিব মানিক,গাবতলী পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকার,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
