এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে শহরের চকসুত্রাপুর এলাকায় এলএসডি গোডাউনে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক। জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম, এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন লিখন এবং বগুড়া জেলা বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক দুদু উপস্থিত ছিলেন।
এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন জানান, বগুড়ায় এবার ১০ হাজার ২২২ মেট্রিক টন ধান এবং ২৬ হাজার ৯২১ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে ধান প্রতি ২৮ টাকা এবং সিদ্ধ চাল ৪২ টাকা কেজি দরে কেনা হবে। এছাড়াও বগুড়ার ১২টি উপজেলায় কৃষকের অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে বলেও জানান তিনি।।