বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা ছাত্রদলের নব-গঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম.আর হাসান পলাশকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে হাবিবুর রশিদ সন্ধান এবং এম আর হাসান পলাশকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া বগুড়া শহর ছাত্রদলে এস এম রাঙ্গাকে সভাপতি এবং আতিকুর রহমান রিমনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
আরো বলা হয়, আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাংগ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশ প্রদানের বিষয়টিও উল্লেখ করা হয়।
নব-ঘোষিত জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার বলেন, এখন দায়িত্ব আরও বাড়ল। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, দল যেভাবে নির্দেশনা দেয় সেভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য যে, এরআগে গত ৪ সেপ্টেম্বর বগুড়া জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছিলো।