এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
রাজপথের লড়াকু সৈনিক, আপসহীন নেতা
বগুড়ায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের জুলুম-নির্যাতনের স্টিম রোলার বারবার চালানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতাকর্মীদের উপর। কিন্তু সেই দুঃসময়ে মাথা নত করেননি বেগম খালেদা জিয়ার স্নেহধন্য, তারেক রহমানের আস্থাভাজন আলহাজ্ব এ.কে.এম. তৌহিদুল আলম মামুন।
তিনি শুধু বগুড়া নয়, গোটা উত্তরবঙ্গের রাজপথে আন্দোলনের অন্যতম বলিষ্ঠ কণ্ঠ। শত মামলা, হামলা, গ্রেপ্তার, নির্যাতনের মুখেও তিনি কখনো রাজপথ ছাড়েননি। জনগণের অধিকার আদায়ের সংগ্রামে বরাবরই ছিলেন সাহসী ও অটল।
নির্যাতনের মধ্যেই নেতৃত্বের বিকাশ মামলার পর মামলা, পুলিশের নির্যাতন, রাজপথে হামলার মুখে থেকেও এই ত্যাগী নেতার মনোবল ভাঙেনি। বরং সেই প্রতিকূলতাই তাঁকে আরও শানিত করেছে। রাজনৈতিক প্রতিশোধের নামে মিথ্যা মামলায় জর্জরিত হলেও তিনি বারবার প্রমাণ করেছেন- এই সংগ্রাম তাঁর আদর্শের, এই পথচলা দেশপ্রেমের।
শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ আলহাজ্ব এ.কে.এম. তৌহিদুল আলম মামুন বিশ্বাস করেন – জাতীয়তাবাদী চেতনার মূল ভিত্তি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং “সবার আগে বাংলাদেশ”—এই দর্শনে উজ্জীবিত জনাব তারেক রহমানের নেতৃত্ব। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, অন্যায়ের সঙ্গে আপস নয়, সত্যের পক্ষে আপসহীন সংগ্রামই হবে বিজয়ের একমাত্র পথ।
তিনি শুধু বিএনপির নয়, বগুড়ার সাধারণ মানুষের কাছেও একজন নির্ভরযোগ্য, নির্ভীক ও প্রগতিশীল নেতার প্রতিচ্ছবি।
ইনশাআল্লাহ, তিনি আগামীতেও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নিয়ে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবেন।

