বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা যুবদলের নব-গঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জেলা যুবদলের সভাপতি করা হয়েছে জাহাঙ্গীর আলমকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে আবু হাসানকে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীর আলমকে সভাপতি ও আবু হাসানকে সাধারণ সম্পাদক করে বগুড়া জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হলো।
এতে আরো বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন কমিটিকে অনুমোদন দেন।
উল্লেখ্য যে, এরআগে গত ৪ সেপ্টেম্বর বগুড়া জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছিলো।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।