https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 26 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

admin
October 26, 2025 5:23 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের নামে বেআইনি পুনঃতফসিল ঘোষণার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

‎রবিবার (২৬ অক্টোবর) বগুড়া প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠিত হয়।

‎নেতৃবৃন্দ অভিযোগ করেন, গত ২২ অক্টোবর গায়েবি কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে শ্রমিক নেতা নামধারী হোসাইন আহম্মেদ আকাশ বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নামে পুনঃতফসিল ঘোষণা করেন, যার কোনো আইনগত ভিত্তি নেই। তাঁরা বলেন, এই কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনের ভিতরে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে।

‎সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ: ১৬৯১)-এর ত্রি-বার্ষিক সাধারণ সভা গত ৩০ মে অনুষ্ঠিত হয়। ওই সভায় সংগঠনের আয়-ব্যয়ের রিটার্ন অনুমোদন, সংবিধান সংশোধন এবং গঠনতন্ত্র অনুযায়ী ৬ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

‎কমিটির চেয়ারম্যান ছিলেন মোঃ মাহমুদ শরিফ মিঠু এবং সদস্য ছিলেন মোঃ শহিদুল ইসলাম সওদাগর, এ্যাড. আব্দুল মতিন মন্ডল, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ কোরবান আলী ও সদস্য সচিব হোসাইন আহম্মেদ আকাশ।

‎এই কমিটি ৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে এবং ১৭ জুলাই মনোনয়নপত্র জমা হয়। কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ২২ জুলাই নির্বাচন পরিচালনা কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান নেতৃত্বকে নির্বাচিত ঘোষণা করে।

‎পরবর্তীতে ১৫ আগস্ট বগুড়া খান্দারের ওয়ান্ডারল্যান্ড পার্কে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ভিপি সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।

‎এরপর ২০ অক্টোবর রেলওয়ে মার্কেট কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটিকে সংবর্ধনা দেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

‎নেতৃবৃন্দ অভিযোগ করেন, পরবর্তীতে বিলুপ্ত কমিটির সদস্য সচিব হোসাইন আহম্মেদ আকাশ গোপনে অনলাইনে পুনঃতফসিল ঘোষণা করে সংগঠনের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চালান। এ ঘটনায় তাঁরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

‎একই সঙ্গে তাঁরা শ্রমিক সমাজের ঐক্য রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

‎লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু।

‎এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লিটন শেখ বাঘা, কার্যকরী সভাপতি মোঃ সুলতান পশারী, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল ইসলাম রকেট, মোঃ মিঠু রহমান ও আব্দুল হাকিম।

‎এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, সহ-সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ ও মোস্তাফিজুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ রানু মিয়া, দপ্তর সম্পাদক মোঃ হারুন অর রশিদ রতন, প্রচার সম্পাদক আমিন ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক রিপন ফকির এবং কার্যকরী সদস্য মোঃ রতন, আব্দুল কাদের প্রমুখ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।