এম এ রাশেদ স্টাফ রিপোর্টার:
হারানো বিজ্ঞপ্তি: গত ০৯/০১/২০২৫ ইং তারিখ সকাল অনুমান ৮টার দিকে ঢাকা গাজীপুর কোনাবাড়ি থেকে বগুড়া ধুনটে উপজেলার চালাপাড়া আসার উদ্দেশ্য বাসা থেকে বের হয় ফাতেমা খাতুন (২৩) নামের মহিলা টি এবং বাসা থেকে বের হওয়ার পর সকাল অনুমান সাড়ে ৮টা তিনি তার মায়ের সাথে ফোনে কথা বলে, তারপর থেকে তার ফোন বন্ধ পায় এবং তাহার সাথে কোন যোগাযোগ হয় নাই এখন পর্যন্ত, সে বাড়ি পৌঁছায়নি সব জায়গায় খোঁজাখুঁজি করার পরেও তাকে কোথাও পাওয়া যাচ্ছে না।
এখনো খোঁজাখুঁজি চলছে যদি কোন সদয় বান ব্যক্তি তাকে দেখে থাকেন তাহলে তাহার পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য সাহায্য করিবেন। যোগাযোগ (01798876931– 01717698726)
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

