এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
২৮ জানুয়ারি শনিবার মধ্যাহ্নের দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস্ মল্লিক বৈদ্যুতিক আগুনে ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল বারিক এর সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। এসময় তিনি নিঃস্ব আব্দুল বারিক এর পরিবারকে পুনঃবাসন কল্পে যাবতীয় সহযোগিতার কথা জানান। আগামীকাল ২৯ জানুয়ারি রবিবার পরিষদ বর্গের মিটিং এ বিষয়টি চুড়ান্ত হবে।
উল্লেখ্য গত ২৭ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে সনাক্ত করে গ্রামবাসী। আব্দুল বারিক ও তার পরিবার আত্মীর বাড়িতে অবস্থান করায় ঘর গুলো তালা বদ্ধ ছিল। তাই আগুন নিয়ন্ত্রনে আনতে গ্রামবাসীকে বেগ পেতে হয়।
ততক্ষণে আব্দুল বারিকের স্বপ্ন পুড়ে ছাঁই। নগদ দেড় লাখ টাকা সহ সার্বিক ক্ষতির পরিমান প্রায় পাঁচ লক্ষাধিক। ইতোমধ্যে এমপি মহোদয়ের পক্ষ থেকে নগদ অর্থ, ঢেউটিন, শুকনো খাবার, শীতবস্ত্র সহায়তা করা হয়েছে বলে জানাগেছে। ইউপি সদস্য সোহেল রানা তালুকদার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যহত রেখেছেন।