এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে চাঁদা আদায়ে বাঁধা দেওয়ায় সুজাবত আলী (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামের মৃত জ্যোতি মল্লিকের ছেলে ওবাইদুল ইসলাম (৩৫) এর বিরুদ্ধে এ অভিযোগ উঠে। সুজাবত আলীর ছেলে সেলিম রেজা বাদি হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৪ আগষ্ট বিকেলে মথুরাপুর হাটে ব্যবসায়িদের থেকে চাঁদার টাকা উত্তলন করতে নিষেধ করায় ওবাইদুল ইসলাম সহ অজ্ঞাতনামা ৭/৮জন পূর্ব পরিকল্পিত ভাবে বৃদ্ধ সুজাবত আলীকে লোহার রড দ্বারা এলোপাথারি ভাবে মারপিট করে। এতে তিনি আহত হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সৈকত হাসান জানান, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।