এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বুধবার ১লা ফেব্রুয়ারি-২০২৩ ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিএমসি ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক নবীণ শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করেন কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষক শিক্ষিকা মণ্ডলী।
বেলা এগারোটার দিকে পবিত্র কুরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সহকারী অধ্যাপক কে এম রকিবুল হাসান বিদ্যুৎ ও জাহাঙ্গীর আলম ডলারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড. আবুল কাশেম মীর। এসময় প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডঃ টি.এম. খোদা-বক্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, মোঃ কলিমউদ্দিন, মাহবুবুর রহমান ফিরোজ, কে.বি.এম শামছুর রহমান, মোঃ লুৎফর রহমান, শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, মোছাঃ স্বপ্না খাতুন।
অনুষ্ঠানের দ্বিতীয় অর্ধে প্রভাষক মোঃ তোফাজ্জল হোসেন পিকে ও সাবিনা ইয়াসমিনের সুরেলা কন্ঠে সঙ্গীতানুষ্ঠান পরিচালিত হয়। প্রাণবন্ত এই নবীণ বরণ অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের স্মৃতি হয়ে থাকুক এই কামনায় জিএমসি ডিগ্রী কলেজ কর্তৃপক্ষ।