এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে রাজেকা খাতুন (৩৫) নামের এক তিন সন্তানের জননী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার (২১ই অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাজেকা খাতুন ওই এলাকার কৃষক শাজাহান আলী আকন্দের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, রাজেকা খাতুন দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন, বিভিন্ন চিকিৎসা নেওয়ার পর সুস্থ না হয় রাগে অভিমানে ঘটনার দিন নিজ ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন, চিকিৎসা নেওয়ার পরেও সুস্থ না হওয়ায় অভিমানে সে আত্মহত্যা করতে পাড়ে বলে ধারণা করা যাচ্ছে। বিষয়টি অবগত হওয়ার পর ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
