এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (২৭ই অক্টোবর) ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি গিয়াস উদ্দিন টিক্কার সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান বাদশা। শুভেচ্ছা বক্তব্য দেন ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক গণ মানুষের আওয়াজ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি, আলোকিত বগুড়া পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক এম. এ রাশেদ, প্রধান আলোচকের বক্তব্য দেন ধুনট উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী সাংবাদিক কারিমুল হাসান লিখন।
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ধুনট উপজেলা সংবাদদাতা রাকিবুল ইসলামের আয়োজনে ও সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম, এসআই মোস্তাফিজুর আলম, এসআই জাহাঙ্গীর হোসেন, এসআই অমিত বিশ্বাস, ডিএসবি এসআই মোখলেছার রহমান, এএসআই আব্দুল কুদ্দুস। বক্তব্য শেষে কেক কেটে মিষ্টি বিতরনের মধ্য দিয়ে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এসময় ব্যবসায়ী তারেক হাসান, আযাদ ইসলাম ও ধুনট উপজেলা প্রেসক্লাবের সদস্যগন উপস্থিত ছিলেন।