এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে পূর্ব শত্রুতার জের ধরে সবুরা বেওয়া (৬৫) নামের এক বিধাবাকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। গত ২৯শে আগস্ট বৃহস্পতিবার অনুমান সাড়ে ৬ টার দিকে খোকশাবাড়ি এলাকায় এঘটনায় ঘটে। আহত ব্যক্তি হলেন, উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের খোকশাবাড়ি গ্রামের মৃত আলতাব শেখ এর স্ত্রী। আহত ব্যক্তি বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত ব্যক্তির মেয়ে মোদিনা খাতুন বাদি হয়ে প্রতিবেশী মৃত কাজিমুদ্দিন এর ছেলে আলাউদ্দিন শেখ ও তাহার স্ত্রী অমেলা বিবি ও মজনু মিয়ার স্ত্রী পারুল ওরফে লাইলি খাতুনকে বিবাদী করে ২৯ আগস্ট বিকালে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
স্থানীয় ও অভিযোগ সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে লাইলি খাতুন ও তাহার লোকজন সঙ্গে নিয়ে আহত সবুরা বেওয়ার বাড়িতে অধিকার ভাবে প্রবেশ করে এবং কোন কারন ছারাই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থেকে তখন আহত ব্যক্তি গালিগালাজ করতে নিষেধ করলে, বিবাদীগণ তখন সবুরা বেওয়াকে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় লিলা ফুলা জখম করে ও তাহার দুটি দাঁত ভেঙে দেয়।
এ বিষয়ে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জাহাঙ্গীর আলম জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়েছিলাম তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।