এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধু গুরুতর জখম হয়েছে।
আহত ব্যক্তি হলেন মোহনপুর গ্রামের দিনমজুর মোঃ মির বাক্সর স্ত্রী। আহত ব্যক্তি বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেসে চিকিৎসার জন্য ভর্তি আছেন।
গত শনিবার (৭ই জানুয়ারি) সকাল অনুমান সাড়ে ৯টায় চিকাশী ইউনিয়নের মোহনপুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির স্বামী ভুক্তভোগী দিনমজুর মির বক্স জানান, আমার বাড়িতে যাওয়ার জন্য একমাত্র রাস্তাটি প্রতিবেশী মৃতঃ ইসলামের ছেলে হাসান আলী প্রাং বন্ধ করে দেয়, তখন আমার স্ত্রীর নিষেধ করিলে হাসান আলী হুকুমে তাহার ছেলে সাজাদুল ইসলাম (৩০), গেদা প্রাং ছেলে আবু হোসেন (২৬), মৃত শাহার আলীর ছেলে আমিনুল ইসলাম (৪০), ও ফজলুল হক (৬০), আমার স্ত্রী মোছাঃ নাসরিন খাতুনকে মারপিট ও কাপড়চোপড় ছেড়ে বিবস্ত করে।
এ বিষয়ে রিপোর্ট লেখা কালীন থানায় বা কোটে কোন অভিযোগ দায়ের হয়নি অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।