https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 29 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কৃষি বার্তা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. খোলা কলাম
  12. গনমাধ্যাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনটে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্নরণসভা অনুষ্ঠিত     

admin
November 29, 2024 1:27 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বৈষম্যবিরোধী আন্দোলনেশহীদ ও আহতদের স্মরণে স্নরণসভা ও এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।                                                                                                    বৃহস্পতিবার (২৮ই নভেম্বর) দুপুরে বগুড়া ধুনট মহিলা ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়।
ধুনট মহিলা ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হায়দার আলী (হিন্দুল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ আল-আমিন।                                                                                         ধুনট মহিলা ডিগ্রী কলেজের ইন্সট্রাক্টর মোঃ ছানোয়ার হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট মহিলা ডিগ্রী কলেজ উপাধ্যক্ষ মোঃ ছাইফুল ইসলাম, সহ অধ্যাপক শুচি স্নিগ্ধ জসমত আরা লাজুলী, জেব উন নাহার মিলি, ফারহানা আফরোজ, মন্নুজান নাহার, আব্দুল হাকিম, তৌহিদা আকতার বানু, হারুন অর রশিদ,সোলায়মান হোসেন, আজহারুল ইসলাম, নূর -এ- আলম, খায়রুল আলম সরকার, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মোজাহেরুল আনোয়ার, মিজানুর রহমান, ফরিদুল ইসলাম, হারুন অর রশিদ, রেজাউল করিম, এম এ সালাম, নাজমুল হক, আনিছুর রহমান, রানাউল আমীন, ধুনট মহিলা ডিগ্রী কলেজ ছাত্রী মোছাঃ ফারজানা আক্তার।                                                                                   এসময় উপস্থিত ছিলেন প্রভাষক সেলিম শাহী,সাকিনাতুল ফেরদৌস, শাম্মী আকতার , শুভ্রা করি দে, জাহিদ হাসান সেলিম, আর মামুন, রাশেদ আলামিন, নূরে ফেরদৌসী, আতোয়িরা ছায়া, এমদাদুল হক, মুরাদুজ্জামান,সবিনা ইয়াসমিন, ধুনট মহিলা ডিগ্রী কলেজ ছাত্র মোছাঃ ফারজানা আক্তার,সহ কলেজ সকল স্টাফ ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।