এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া ধুনটে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত মঙ্গলবার (২৮ই জানুয়ারি) বিকালে পাবনা শহর থেকে অভিযান পরিচালনা করে ২০২০ সালের যৌতুক মালার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ধুনট উপজেলার বিষ্ণুপুর গ্রামের তছির উদ্দিন খান এর ছেলে দেলোয়ার হোসেন খান (৩৯),কে ধুনট থানার এএসআই মোঃ মিন্টুর রহমান তাহাকে গ্রেপ্তার করে।
অপরদিকে একই দিন সন্ধ্যায় জয়পুরহাট শহর থেকে অভিযান পরিচালনা করে এনজিওর মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ধুনট উপজেলার যুগিগাতী গ্রামের কানছিয়া শেখ এর ছেলে বকুল শেখ (৩৮),কে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোস্তাফিজ আলম তাহাকে গ্রেপ্তার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন খান ও বকুল শেখ দুই ব্যক্তিকে বুধবার (২৯ই জানুয়ারি) সকাল ১০টার দিকে থানা থেকে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে।

