এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
পৃথিবীর ইতিহাসে বাঙালি-ই একমাত্র জাতি যাঁরা মায়ের মুখের ভাষা প্রতিষ্ঠার লক্ষ্যে বুকের তাজা রক্ত ঢেলেছিলেন। এ থেকে বাংলা ৮-ই ফাল্গুন তথা ২১ শে ফেব্রুয়ারী মহান মাতৃভাষা দিবস উৎযাপিত হয়।
বাঙালির এই বিশেষ দিনটিকে অবিস্মরণীয় করে রাখতে জাতিসংঘ শুক্রবার (২১শে ফেব্রুয়ারি),কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করে। সেই থেকে সারাবিশ্বে যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে মহান মাতৃভাষা দিবস পালিত হয়।
সারাদেশের মত ধুনটেও আমরা ধুনটবাসী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং ধুনট ছাত্র কল্যাণ সংস্থার আয়োজনে ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।
এ উপলক্ষে সকাল ১০ ঘটিকা থেকে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা এবং বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রায় শতাধিক অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রত্যেককে উন্নত জাতের আমের চারা উপহার হিসাবে প্রদান করা হয়।

