স্টাফ রিপোর্টার:
বগুড়ার ধুনটে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌকিবাড়ী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক বিশাল কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় চৌকি বাড়ি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ধুনট উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মোঃ আব্দুল করিম এর সঞ্চালনায় ও অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া -৫ শেরপুর ধুনট আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট শিল্পপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য, শেরপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল হালিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোরআনের সংবিধান ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি,হর্ত্যা, ধর্ষণ বন্ধ করতে চাইলে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে তা সম্ভব নয় এসব বন্ধ করতে চাইলে কোরআনের সমাজ বিনির্মাণের মধ্যেমে তা সম্ভব,আর এ কোরআনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই জামায়াতে ইসলাম কাজ করে যাচ্ছে। তিনি সবাইকে কোরআনের রাজ কায়েম করার জন্য উদাত্ত আহবান জানান।
উক্ত শিক্ষা বৈঠকে ইউনিয়নের প্রায় দুই শতাধিক জনশক্তি উপস্থিত ছিলেন।
