স্টাফ রিপোর্টার:
বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক রেজাউল হাসান রানুকে ২০২৪ সালের বগুড়া লেখক চক্র সম্মাননা প্রদান করা করা হয়েছে। অসুস্থতাজনিত কারণে তিনি গত নভেম্বর অনুষ্ঠিত বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনে উপস্থিত থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করতে পারেননি।
সম্মাননা স্মারক প্রদান উপলক্ষে এক আলোচনা সভা বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।
বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক এবং ২০২৪ সালে সাংবাদিকতায় বগুড়া লেখক চক্র সম্মাননা প্রাপ্ত সাংবাদিক রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো চীফ মহসিন আলী রাজু, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার এবং বগুড়া ইয়্যূথ কয়্যারের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা আতিকুর রহমান মিঠু, সাপ্তাহিক দিনক্ষণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক খন্দকার আব্দুর রশিদ প্রবাল এবং কবি সিকতা কাজল। এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, সহসাধারণ সম্পাদক প্রবন্ধকার এস এম আনিছুর রহমান, অর্থ সম্পাদক কবি আমিনুল ইসলাম রনজু, গণসংযোগ সম্পাদক কবি অনন্য রাসেল, নির্বাহী সদস্য পবিত্র প্রামাণিক, কবি বেলাল সরকার ও কবি শাকিবুল শাকিল।
সাংবাদিক রেজাউল হাসান রানুকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন সংগঠনের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার, সনদপত্র প্রদান করেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, উত্তরীয় পরিয়ে দেন সাংবাদিক মহসিন আলী রাজু এবং কবি ব্যাগ উপহার দেন কবি সিকতা কাজল। সম্মানিত অতিথিরা বক্তব্যে বলেন-বগুড়া লেখক চক্রের কার্যক্রম দেশ এবং বিদেশে বগুড়ার ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে, বাংলাদেশের সাহিত্য আন্দোলনে এই সংগঠনের ভূমিকা অনস্বীকার্য। বগুড়া লেখক চক্রের কার্যক্রম এগিয়ে নিতে অতিথিরা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

