https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 12 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে অতি বৃষ্টিতে জমিতে হাটু পানি আমন চারা রোপণে ক্ষতির শংকায় কৃষকরা

admin
August 12, 2025 5:26 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

অতি ভারী বর্ষণের ফলে বগুড়ার শেরপুর উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এবং নদীর পানি বৃদ্ধি পায়, যার ফলে রোপা আমন ধান চাষ বাধাগ্রস্ত করছে। শেরপুর উপজেলার খামারকান্দি, খানপুর, মির্জাপুর, সুঘাট ও সিমাবাড়ী ইউনিয়নের অনেক ফসলি জমি এখনও পানির নিচে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর রোপা-আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ২২ হাজার ৩২৫ হেক্টর ধরা হয়েছে। এখন পর্যন্ত ১১ হাজার ৩০০ হেক্টর জমিতে চাষাবাদ সম্পন্ন হয়েছে। বীজতলা প্রস্তুতির লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৩২০ হেক্টর, যেখানে অর্জন হয়েছে ১ হাজার ৩৮০ হেক্টর। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬০ হেক্টর বেশি জমিতে বীজতলা প্রস্তুত রাখা হয়েছে।

কৃষি কর্মকর্তারা জানান, সেপ্টেম্বর পর্যন্ত চারা রোপণের সময় রয়েছে এবং এর মধ্যে পানি নেমে যাওয়ার সম্ভাবনা বেশি। খানপুর গ্রামের কৃষক মো. সাজেদুর রহমান জানান, জমিতে পানি জমে থাকায় তারা রোপা আমনের চারা রোপণ করতে পারছেন না। বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
একই ধরনের সমস্যার কথা বলছেন শালফা গ্রামের কৃষক রহিম উদ্দিন। তিনি বলেন, বীজতলা প্রস্তুত থাকলেও জমি না শুকানো পর্যন্ত রোপণ করা সম্ভব নয়, যা ফলন কমিয়ে দিতে পারে।

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া জানান, জুলাই মাসে ২৪২ মিলিমিটার এবং আগস্টে এ পর্যন্ত ৪০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ১৭ আগস্ট পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার আশ্বাস দিয়ে বলেন, রোপা-আমন ধান চাষের জন্য চারার কোনো সংকট নেই। আমাদের পর্যাপ্ত বীজতলা মজুদ রয়েছে, যা আপদকালীন সময়ে ব্যবহার করা যাবে। কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।