দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক,
বগুড়া শেরপুরবাসীর জনপ্রিয় ইউএনও মহোদয় সুমন জিহাদী বলেন সম্মানিত শেরপুর এলাকাবাসী, মহামান্য রাষ্ট্রপতির আদেশে দেশে একটি ইনটেরিম গভার্নমেন্ট প্রতিষ্ঠা করার কাজ চলছে। আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এটিই সবার কাম্য।
এই দুর্যোগকালিন সময়ে আমরা চেষ্টা করছি আপনাদের সাহায্য করতে, নিরাপদ রাখতে। কিন্তু আপনাদের সাহায্য ছাড়া তা বর্তমানে সম্ভব নয়। ইতিমধ্যে শেরপুরের বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর টহল শুরু হয়েছে। রাতে বিভিন্ন সময় তা চলমান থাকবে। সাম্প্রদায়িক ও সামাজিক ভালোবাসা বজায় রাখুন।
সরকার বা দল কারো পছন্দ বা অপছন্দের হতে পারে কিন্তু দেশটা, এই রাষ্ট্রটা আমাদের সবার। আসুন সকলে মিলে সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করি। শেরপুরকে একটি প্রাণবন্ত ও বর্ণিল এলাকায় পরিণত করি। আপনাদের সকলের জন্য শুভ কামনা করছি মো: সুমন জিহাদী,উপজেলা নির্বাহী অফিসার শেরপুর,বগুড়া।