শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়া শেরপুরে ২৭ জুন বৃহস্পতিবারে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব শেরপুর (পুসাস) এর নতুন কমিটির দায়িত্বশীলবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন জিহাদী স্যারের সাথে।
এরপর এসিল্যান্ড রেজাউল করিম স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা উভয়েই পুসাসের নতুন কমিটিকে শুভেচ্ছা জানায় এবং আগামী দিনে পথচলার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া পুসাসের দায়িত্বশীলবৃন্দ ডাঃ আমিরুল ইসলাম এবং ডাঃ ইকবাল হোসেন সনি স্যারের সাথে সাক্ষাৎ করেন। তারা পুসাসের দায়িত্বশীলদের শুভেচ্ছা জানায় এবং আগামীতে পুসাসের পাশে তারা থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎ এ উপস্থিত ছিলেন পুসাসের সভাপতি আব্দুর রউফ মুজাহিদ,
সাধারণ সম্পাদক মো সিহাব হোসেন,
সহ সভাপতি সাব্বির আহমেদ,
যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক
দপ্তর সম্পাদক এস এম নাইম।
উল্লেখ্য, গত ২৫-৬-২০২৪ তারিখে পুসাসের ২০২৪-২৫ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির দায়িত্বশীলগণ আগামীতে শেরপুরের ছাত্রদের জন্য মহৎ এবং জনবান্ধব কাজ উপহার দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।