https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 26 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কৃষি বার্তা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. খোলা কলাম
  12. গনমাধ্যাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্টগ্রাম

বগুড়া শেরপুরে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

admin
August 26, 2024 5:58 pm
Link Copied!

মিন্টু ইসলাম

অদ্য ২৬ আগস্ট রোজ সোমবার দুপুরবেলা ১২ টায় বগুড়া শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর উপজেলা শাখার আয়োজনে শেরপুর প্রেসক্লাব চত্বরের সামনে ঢাকা বগুড়া হাইওয়ে মহাসড়ক সংলগ্ন বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিবাদ সভা ও মানববন্ধনে সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় জাতীয় সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আলিম এর সভাপতিত্বে এবং কালের কন্ঠ প্রতিনিধি মোঃ আইয়ুব আলীর সঞ্চালনায় বক্তৃতা দেন শেরপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দাবিবুর রহমান, গাড়িদহ মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, শেরপুর উলিপুর মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই বারী, আদিবাসী নেত্রী সবিতা রানী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও করতোয়া প্রতিনিধি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি  মোঃ আব্দুল মান্নান, সহ সভাপতি ও দৈনিক প্রথম আলোর প্রতিনিধি সবুজ চোধুরী, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্নয়ক মোঃ প্রত্যয়, ইসলামী ছাত্রশিবিরের মোঃ রবিন হাসান।

এসময় বক্তারা বলেন ঢাকা ইস্ট ওয়েস্ট মিডিয়াসহ সারাদেশব্যপী সাংবাদিকদের উপর হামলা এবং প্রেসক্লাব ও পত্রিকা অফিস ভাংচুর যারা করেছে তারা দেশ ও জাতির শত্রু এদেরকে চিন্হিত করে হামলাকারীদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে এবং গণতন্ত্র সুংসগঠিত করতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এছাড়া ও ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবে গত ৫ আগষ্ট ষড়যন্ত্রমূলক হামলা ও ভাংচুরের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এসময় প্রতিবাদ সভা ও মানববন্ধনে শেরপুর থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ রোকন, সাংবাদিক জাহাঙ্গীর ইসলাম,শাকিল মাহমুদ, তোফাজ্জল হোসেন, আল ইমরান, এস আই শাওন, ইফতেখার আলম, বাধন কর্মকার কৃষ্ণ, আব্দুর রাজ্জাক, আব্দুর রশিদ, মিন্টু ইসলামসহ আরোও অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।