https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 27 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে এলজিইডির প্রকল্প ও শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না

admin
September 27, 2025 5:17 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প, ঐতিহ্যবাহী ভবানীপুর মন্দির এবং আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাউন বারোয়ারী পূজামণ্ডপসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা পরিদর্শন করেছেন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এই পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেন, বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আশিক খান, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও প্রকৌশলীরা।

 

পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস, টাউন বারোয়ারী শারদীয় দুর্গোৎসব কমিটির সভাপতি স্বপন কুমার কুন্ডু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সাবেক কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম প্রমুখ।

 

প্রধান উপদেষ্টার সচিবের পরিদর্শনে শেরপুর উপজেলার হিন্দু সম্প্রদায়ের মানুষজন খুবই খুশি হয়েছেন। তারা সরকারের এ ধরনের উচ্চপর্যায়ের উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, এ ধরনের সমন্বিত পরিদর্শন ও তদারকি উন্নয়নকে ত্বরান্বিত করে এবং স্থানীয় জনগণের আস্থাও বাড়ায়। জনগণের উদ্দেশ্যে বলেন, আসন্ন দুর্গাপূজা যেন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য সবাইকে সচেতন ও সহনশীল থাকতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন একসাথে উৎসব উদযাপন করতে পারে, সেটাই সরকারের মূল লক্ষ্য।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।