https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 12 July 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কৃষি বার্তা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. খোলা কলাম
  12. গনমাধ্যাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে কিশোর তামিমকে ধর্ষনের পর হত্যা: হত্যাকারী আসামী গ্রেফতার

admin
July 12, 2024 3:50 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরের দক্ষিন আমইন এলাকায় স্কুল ছাত্র তামিম হত্যার ঘটনায় ডিবি ও থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জুলাই শুক্রবার ভোর রাতে হত্যার আসামী এমদাদুল হক (২২) কে গ্রেফতার  করেছে । জানা যায়, শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের দক্ষিন আমইন গ্রামের মো. খাদেমুল ইসলামের ছেলে এমদাদুল হক একই গ্রামের জনৈক মান্নানের পুকুর গরুর খামার দেখাশোনা করে। গত ১০ জুলাই সকাল সাড়ে ৭ টার দিকে নিহত তামিম ওই পুকুরপাড় থেকে কিছু মাছের খাবার নেয়। বিষয়টি এমদাদুল দেখতে পেয়ে তাকে ধর্ষনের প্রস্তাব দেয়।

এতে সে রাজি না হওয়ায় তাকে ধরিয়ে দেখায়। সেই ভয়ে তামিম তার অনৈতিক প্রস্তাবে রাজি হয়। পরে পাড়ের একটি ঘরে শিশুটিকে ধর্ষন করলে তার মলদ্বার ফেটে গিয়ে রক্ত বের হয়। রক্ত দেখে তামিম চিৎকার করলে ধর্ষক তার গলা চিপে ধরে। এতেও তামিম চিৎকার না থামালে গলায় রশি দিয়ে শ্বাসরোধে হত্যা করে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয়। পরে ১১ জুলাই বৃহস্পতিবার সকালে ওই পুকুর থেকে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় শেরপুর থানায় হত্যা মামলা দায়ের হলে ডিবি ও পুলিশ অভিযান চালিয়ে দক্ষিন আমইন এলাকার ওই পুকুরপাড় থেকে এমদাদুলকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা বলেন, গ্রেফতারকৃতকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হত্যার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।